শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পুলিশের এসআইসহ নয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

আদালত প্রতিবেদক

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কদমতলী থানা পুলিশের এসআই নাজমুলসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বাদী হয়ে এ মামলা করেন লাভেলো আইসক্রিমের সাবেক রেফ্রিজারেটর অপারেটর ও ব্যবসায়ী ইমরান হোসেন। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা অভিযোগের বিষয়টি ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন- লাভেলো আইসক্রিমের এরিয়া ম্যানেজার উজ্জ্বল হোসেন ও মার্কেটিং অফিসার সানাউল হক, সেলসম্যান তারিকুল, আলম, শামীম, জুবায়ের, সজীব ও রবিউল। মামলা সূত্রে জানা গেছে, আসামি সানাউল হক ও এসআই নাজমুলের নেতৃত্বে অন্য আসামিদের যোগসাজশে গত বছর ৩০ অক্টোবর বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠান কদমতলীর ঢাকা মেস নতুন কলোনীতে আসেন। তারা ইমরান হোসেনকে অপহরণ করে শ্যামপুর ইকোপার্কে নিয়ে আটকে রেখে মাদক ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার দোকানের চাবি চায়। পরে আসামিরা তার মায়ের কাছ থেকে দোকানের চাবি নিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের আইসক্রিম, নগদ এক লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের চেক বই এবং দুটি ফ্রিজ আসামিরা নিয়ে নেয়। বাদীকে মেরে ফেলার হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয় আসামিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর