রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শাহাদাতবার্ষিকীতে রূপগঞ্জে ত্রাণ বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শাহাদাতবার্ষিকীতে রূপগঞ্জে ত্রাণ বিতরণ

রূপগঞ্জে কায়েতপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত হয় -বাংলাদেশ প্রতিদিন

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় মাঝিনা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ মিলাদ, কাঙালি ভোজ, দোয়া মাহফিল ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কায়েতপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এবং রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল। উপস্থিত ছিলেন হাফিজুর রহমান সজীব, মাসুম চৌধুরী অপু, মোশারফ মেম্বার প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলহাজ রফিকুল ইসলাম বলেন, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর জন্য রূপগঞ্জবাসী সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে বাঙালি জাতির ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে পারেন। আলহাজ শাহজাহান ভূঁইয়া বলেন, বসুন্ধরা ও রংধনু গ্রুপ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রূপগঞ্জ তথা সারা বাংলাদেশে মানুষের করোনাকালে পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ ছাড়া যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠান শেষে নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন অস্থায়ী কার্যালয় মাঠে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ১০ হাজার লোকের মধ্যে চাল, তেল, আটা, লবণ, চিনি, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ খবর