বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দরপতনের পরদিনই উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দরপতনের পরদিনই উত্থানে শেয়ারবাজার। গতকাল দেশের উভয়  শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেন। তবে  বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে।

জানা গেছে, ডিএসইতে ডিএসইএক্স ১৯.১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮১.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার  লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৭টির দর বেড়েছে। কমেছে ১৭২টির এবং ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শুরুতেই ডিএসইতে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ে। কিছুক্ষণের মধ্যেই দর পড়ে যায়। দিনশেষে মোট লেনদেন ৭৮৬ কোটি ১ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষ ছিল ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, আইএফআইসি ব্যাংক এবং সিঙ্গার বাংলাদেশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দাম বেড়েছে, কমেছে ১১১টি ও ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

সর্বশেষ খবর