বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ঘাটের ইজারা পেতে কর্ণফুলীতে সাম্পান মাঝিদের অনশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও পেশাদার পাটনিজীবী (সাম্পান মাঝি) সমিতিকে ঘাট ইজারা না দেওয়ার প্রতিবাদে অনশন করেছে কর্ণফুলী নদীর সাম্পান মাঝিদের আট সংগঠন। গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরের সদরঘাটে নিজেদের সাম্পান নিয়ে নদীতে অনশন করেন ৩ শতাধিক সাম্পান মাঝি। ফলে সকাল-সন্ধ্যা সব সাম্পানঘাট বন্ধ ছিল। এতে কর্ণফুলীর দক্ষিণপাড়ের সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী জানান, গত পয়লা বৈশাখ পেশাদার সাম্পান মাঝি থেকে ঘাট কেড়ে নিয়ে নীতিমালা লঙ্ঘন করে ব্যবসায়ীদের ইজারা দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা। অনিয়মের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয় ফেডারেশনের পক্ষ থেকে। এর ফলে উপসচিব মোহাম্মদ ফজলে আজিম  পাটনিজীবী সমিতিকে ঘাট ইজারা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এদিকে তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দিন ঘাটমাঝিদের ইজারা দেওয়ার পক্ষে থাকলেও চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা এ বিষয়ে পুনরায় আইনি মতামতের জন্য নির্দেশনাটি চসিক আইন কর্মকর্তার কাছে পাঠান। এতে গত ছয় মাসেও মাঝিদের ঘাট ফিরিয়ে দেয়নি চট্টগ্রাম সিটি করপোরেশন।

সর্বশেষ খবর