বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দুর্নীতির দায়ে সাবেক পুলিশ পরিদর্শকের জেল-জরিমানা

আদালত প্রতিবেদক

দুর্নীতির দায়ে ফেনীর সাবেক পুলিশ পরিদর্শক হামিদুল হককে দুই বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল ঢাকা ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত পলাতক আসামি হামিদুল হক গাইবান্ধা জেলার পূর্ব মুন্সিপাড়া গ্রামের আলহাজ মো মোজাম্মেল হকের ছেলে।

এ বিষয়ে আদালতের পেশকার মো. ফোরকান মিয়া সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামি হামিদুল হক আদালতে অনুপস্থিত ছিলেন। এর আগে আসামি জামিনে গিয়ে পালিয়ে যান। হামিদুল হক পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলায় আসামি হামিদুলের বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে, ৪৯/৫/এফ, পশ্চিম রাজাবাজার, ঢাকা-১৯৫৭।

মামলা সূত্রে জানা গেছে, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ২০০১ সালে রাজধানীর তেজগাঁও থানায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মো আবুবকর সিদ্দিক বাদী হয়ে মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক রাকিবুল হায়াত ২০১৮ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ খবর