শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেফতার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ব্যাংক সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত কর্মকর্তারা হলেন, সারওয়ার আলম ও নুর মোহাম্মদ। ডাক বিভাগের নিজস্ব অডিটে টাকা আত্মসাতের বিষয়টি প্রকাশ হওয়ার পর গতকাল সকালে ডাক বিভাগ কর্তৃপক্ষ তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, জিডি মূলে করা এজাহার ও দুই আসামিকে দুদকের কাছে হস্তান্তর করা হবে। দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক সব রকম ব্যবস্থা নেবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা বলেন, ‘গতকাল সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগে দুই কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। পরে ডাক বিভাগের করা জিডি এজাহার হিসেবে গ্রহণ করে পুলিশ তাদের গ্রেফতার করে।’ ডাক বিভাগের পরিদর্শক রাজিব পাল বলেন, ‘আমাদের তিন গ্রাহকের ৪৫ লাখ টাকা অভিযুক্ত সারওয়ার আলম ও নুর মোহাম্মদ তাদের হিসাবে জমা না দিয়ে নিজেরা আত্মসাৎ করেছেন। আমাদের অডিটে তা ধরা পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তাদের পুলিশে সোপর্দ করা হয়।’ 

খোঁজ নিয়ে জানা যায়, ডাক বিভাগের তিনজন গ্রাহক প্রতি মাসে টাকা জমা দিতেন তাদের অ্যাকাউন্টে। এ টাকা জমা দিতেন ডাক বিভাগের দায়িত্বরত দুই কর্মকর্তার হাতে। তারা জমা রশিদও নিতেন তাদের হাত থেকে। কিন্তু ওই টাকা তাদের অ্যাকাউন্টে নয়, জমা হতো ওই দুই কর্তার পকেটে! গ্রাহককে দেওয়া রশীদ ছিল নকল। এভাবে তারা এ তিন গ্রাহকের ৪৫ লাখ টাকা আত্মসাৎ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর