শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
আইজিপির কাছে অভিযোগ

গুলিস্তানে অস্ত্রের মুখে পাঁচ মার্কেট দখল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে অস্ত্রের মুখে পাঁচ মার্কেট দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও একই বিভাগের ডিবির ডিসির কাছে অভিযোগ জমা দিয়েছেন এক ভুক্তভোগী। ওই অভিযোগে বলা হয়েছে, ঢাকা দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন প্রথমে জোর করে দখল করেন সুন্দরবন স্কয়ার মার্কেট। মার্কেট পরিচালনার মূল কমিটিকে বাদ দিয়ে নিজেকে সভাপতি ঘোষণা করেন। এরপর মার্কেটের ওপর অবৈধভাবে দোকান নির্মাণ শুরু করেন। সেখানে ৬৫৭টি অবৈধ দোকান বিক্রি করে তিনি প্রায় ৮০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর তিনি বঙ্গবাজার মার্কেট কমপ্লেক্স ক ও খ ইউনিট দখল করেন।

সেখানকার ৫৯০টি দোকান বিক্রি করে প্রায় ৭০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গুলিস্তান পুরান বাজার মার্কেটের পার্কিং স্থানে প্রায় ৩০০ অবৈধ দোকান নির্মাণ করে ৩০ কোটি টাকা নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর