রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগে কোনো অপরাধী থাকতে পারবে না : মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন  অসামাজিক কাজে জড়িত ব্যক্তি বা পুলিশের অপরাধ তালিকায় থাকা কেউ আওয়ামী লীগে থাকতে পারবে না। তারা রাজনীতির পরিচয় দিয়ে এ অপরাধগুলো করে থাকে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। গতকাল জামালপুরের মাদারগঞ্জ মডেল থানা পুলিশ আয়োজিত উপজেলা হলরুমে পৌরসভার তিনটি বিট পুলিশ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, মাদারগঞ্জ সিনিয়র সার্কেল এএসপি সামিউল আলম পিপিএম, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি অরুণ কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানুয়ার হোসেন সানু প্রমুখ।  তিনি এর আগে শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে ৬ কোটি টাকা ব্যয়ে পৌরসভার বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন ও মাদারগঞ্জ এএইচ জেড সরকারি কলেজে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর