বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নগর ভবনের সামনের লেগুনাস্ট্যান্ড স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

নগর ভবনের সামনের রাস্তার লেগুনাস্ট্যান্ডটি স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি এখানকার ফুটপাথ দখল করে রাখা হকারদেরও উচ্ছেদ করা হয়। গতকাল দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে হকার উচ্ছেদ ও লেগুনাস্ট্যান্ডটি নগর ভবনের পুব পাশের একটি বে-তে সরিয়ে নেওয়া হয়। ফলে নগর ভবনের গুলিস্তান প্রান্তে লেগে থাকা নিত্যদিনের যানজট নিরসন ও লেগুনা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করে ডিএসসিসি। স্থানান্তরিত লেগুনাস্ট্যান্ডটি সাত রুটের ৫৪টি লেগুনা যাত্রী ওঠা-নামার কাজে ব্যবহার করতে পারবে। এদিকে একই সময়ে নগর ভবনের সামনের রাস্তায় ফুটপাথ দখল করে রাখা হকারদেরও উচ্ছেদ করা হয়েছে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘ডিএসসিসির মেয়রের নির্দেশনা মোতাবেক নগর ভবনের সামনের রাস্তার অবৈধ লেগুনাস্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে।

তাদের একটি শৃঙ্খলিত ব্যবস্থাপনায় আনার পাশাপাশি টোল আদায়ের মাধ্যমে করপোরেশনের আয় বাড়ানো এবং যানজট নিরসন এ স্থানান্তরের মূল উদ্দেশ্য। পরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তন সাধনের মাধ্যমে একটি সচল নগরী গড়ার যে অভিপ্রায় মেয়রের রয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যে করপোরেশনের সম্পত্তি বিভাগ, প্রকৌশল বিভাগ ও নগর পরিকল্পনা বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর