মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের বিষয়ে তিন দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। এতে বলা হয়, করোনা মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মাউশি ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে টেলিভিশনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছে। মাউশির নির্দেশনায় রয়েছে- টেলিভিশনে প্রচারিত শ্রেণি কার্যক্রমের সময়ের সঙ্গে সমন্বয় করে অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষক পরিচালিত মানসম্মত ক্লাসসমূহ ইউটিউবে আপলোড করে ভিডিও লিংকটি মাউশি ([email protected]) বরাবর পাঠাতে হবে। প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের
অনলাইন ক্লাসের তথ্য প্রতিষ্ঠানপ্রধানরা মাউশিতে পাঠাবেন।