বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

খালেদা জিয়ার মুক্তির জন্য লবিংয়ের বিকল্প নেই : আমীর খসরু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

খালেদা জিয়ার মুক্তির জন্য লবিংয়ের বিকল্প নেই : আমীর খসরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্যে আন্তর্জাতিক লবিংয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আমেরিকা প্রবাসী নেতা-কর্মীদের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারকল্পে আন্তর্জাতিক মহলে দেন-দরবার জোরদার করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘এক্ষেত্রে মার্কিন রাজনীতি ও প্রশাসনের সঙ্গেও লাগাতার লবিংয়ের ভীষণ প্রয়োজন। তাদেরকে যথাযথভাবে জানাতে হবে যে, বাংলাদেশে গণতন্ত্রের নিশানা মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে।’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ফ্লোরিডা স্টেট বিএনপির ভার্চুয়াল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে আমরা কেউই ভালো নেই। ক্ষমতাসীনদের দুর্নীতি-লুটতরাজ এবং অপশাসনের প্রতিবাদ করলেই গুম খুন ও গ্রেফতারের হুমকি রয়েছে।

 এক ধরনের অসহনীয় পরিবেশ বিরাজ করছে। এ থেকে পরিত্রাণে দরকার আন্তর্জাতিক লবিং।

 ফ্লোরিডা স্টেট বিএনপির আহ্বায়ক ইমরানুল হক চাকলাদারের সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করেন সদস্য-সচিব মোহাম্মদ ইলিয়াস খান। ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি দিনাজ খান এবং সাবেক সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেন।

সর্বশেষ খবর