দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৬ জন। গত রবিবার শনাক্ত হন ১ হাজার ৫৬৮ জন। অর্থাৎ গতকাল আগের দিনের তুলনায় ১৬৮ জন রোগী বেশি শনাক্ত হয়েছেন। রবিবার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৫০ শতাংশ, গতকাল ১৩ দশমিক ৪৭ শতাংশ। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের দুই দিন (শনি ও রবিবার) মারা গিয়েছিলেন ১৮ জন করে। অর্থাৎ গত দুই দিনের তুলনায় গতকাল ৭ জন বেশি মারা গেছেন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যের সঙ্গে আগের দুই দিনের তথ্যের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র ফুটে উঠেছে। গতকালের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে পুরুষ ২০ জন, নারী ৫ জন। এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মোট পুরুষ মারা গেছেন ৪ হাজার ৫৮৮ জন আর নারী ১ হাজার ৩৭৮ জন, অর্থাৎ পুরুষ ৭৬ দশমিক ৯০ আর নারী ২৩ দশমিক ১০ শতাংশ। ২৫ জনই হাসপাতালে মারা গেছেন। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ২৩ লাখ ৬১ হাজার ৭০২টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৪০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৭৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৫ শতাংশ।