বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শীত নিবারণের চেষ্টায় বাড়ছে আগুন

সপ্তাহে ১৫ নারী শিশু ভর্তি

নজরুল মৃধা, রংপুর

রংপুর অঞ্চলে শীত এখনো পুরোপুরি হানা না দিলেও শীতের হাত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার মিছিল শুরু হয়েছে। গত এক সপ্তাহে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ কমপক্ষে ১৫ নারী ও শিশু চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এদের শরীরের ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। এখন থেকে সচেতনা বৃদ্ধি করতে না পারলে ডিসেম্বর, জানুয়ারির শৈত্যপ্রবাহে মৃত্যুর মিছিল থামান যাবে না বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। রমেক হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, গত দুই বছরে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিতে গিয়ে কমপক্ষে অর্ধশত নারী, শিশু ও পুরুষ মারা গেছে বার্ন ইউনিটে। একই কারণে দগ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন ১২৫ জনের মতো। এবার শীতের প্রকোপ পুরোপুরি  শুরু না হতেই আগুন পোহাতে গিয়ে ১৫ জনের মতো নারী ও শিশু দগ্ধ হয়ে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছে।  সূত্রমতে রমেক হাসপাতালে গতকাল পর্যন্ত দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন ২৬ জন। এর মধ্যে ১৫ জন নারী ও  শিশু আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন।  বার্ন ইউনিটে ৩৫ থেকে ৩৮ জনের চিকিৎসা দেওয়া সম্ভব। দগ্ধ রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকলে তাদের অন্য ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দিতে হবে। এমনটাই শঙ্কা করছেন সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড পাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল হামিদ পলাশ বলেন, গতবছর শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে কমপক্ষে ১৬ জন মারা গিয়েছে। এছাড়া দগ্ধ হয়েছিল কমপক্ষে ৫০ জনের বেশি। এবারো ওই ধরনের অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু না হলেও এভাবে চলতে থাকলে দগ্ধ রোগীদের মৃত্যু থামানো যাবেনা।

তিনি আরও বলেন, এই আগুনের হাত থেকে রক্ষা পেতে নারী ও শিশুদের সচেতনতা ও সাবধানতার বিকল্প নেই।

সর্বশেষ খবর