চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ডের প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে। গতকাল দুপুর ১টা ৩০ থেকে তিনটা পর্যন্ত পরিচালিত অভিযানে বাসস্ট্যান্ডের প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাথ দখলমুক্ত করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন পরিচালিত অভিযানে সড়কের পাশের দোকানদার ফুটপাথের সরকারি জায়গা দখল করে গ্যাস সংযোগ নিয়ে রান্নাবান্না করা স্থাপনাও উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকার প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাথ দখলমুক্ত করা হয়। দোকানের সামনের খালি সরকারি জায়গা দখলের পর মানুষের হাঁটার জন্য যে জায়গা রয়েছে তাও দখল করে রেখেছে ব্যবসায়ীরা।
ফলে মানুষ বাধ্য হয়েই মূল সড়ক দিয়ে হাঁটছে।
তাছাড়া দোকানের সামনের সরকারি জায়গা ও ফুটপাথ দখল করে গ্যাস সংযোগ নিয়ে সেখানেই রান্নাবান্না করার দৃশ্যও দেখা যায়। ফলে মানুষ স্বাভাবিকভাবেই ফুটপাথ ছেড়ে সড়ক ধরে হাঁটতে বাধ্য হয়। ঘটে দুর্ঘটনা। অভিযানে এসব সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করা হয়।’