ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হয়ে জামিনে থাকা নৌ-পরিবহন অধিদফতরের বরখাস্ত হওয়া প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদক পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছেন। এর আগে নাজমুলকে ঘুষের টাকাসহ দুদক গ্রেফতার করে। এছাড়া তার নামে নৌ-পরিবহন অধিদফতরের দুটি প্রকল্পে দুর্নীতি নিয়ে সংশ্লিষ্টতার অভিযোগ আসে দুদকে।
নাজমুলের বিরুদ্ধে নতুন অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, অধিদফতরের স্ট্যাবলিস্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম নামে দুই প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হয়েছে। এর সঙ্গে নাজমুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। এই অনিয়মের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। এর আগে ২০১৮ সালের এপ্রিলে ফাঁদ পেতে রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি হোটেল থেকে ঘুষের পাঁচ লাখ টাকাসহ নাজমুল হককে গ্রেফতার করে দুদক।