মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সারা দেশে বন্ধ টিকাদান

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

সারা দেশের স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এজন্য চার দিন ধরে বন্ধ রয়েছে মা ও শিশুদের অপরিহার্য এ ইপিআই কর্মসূচি। একই  সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন। বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশে কর্মসূচি শুরু হয়। সরকারের সঙ্গে আন্দোলকারীদের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রয়েছে। আন্দোলনের কারণে টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সেবাপ্রত্যাশী টিকা গ্রহণকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী বলেন, ‘১৯৯৮ সালেই বর্তমান প্রধানমন্ত্রী আমাদের দাবির প্রতি সম্মতি দিয়েছিলেন। কিন্তু নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। তবুও আমরা এত দিন ধরে কাজ করে আসছি। সংগঠনের দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ওয়াসিম উদ্দিন রানা বলেন, ‘আমাদের কর্মবিরতি অব্যাহত আছে। তবে অধিদফতরের সঙ্গে আলোচনা চলছে। আজও বৈঠক আছে। আশা করি, বৈঠকের  মাধ্যমে আলোচনা ফলপ্রসূ হবে এবং আমাদের যৌক্তিক দাবি পূরণ হবে।’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত আছে। আন্দোলনের কারণে ইপিআই কর্মসূচি বন্ধ আছে। আশা করি, আলোচনার মাধ্যমে সমস্যার সমধান হবে।’ 

জানা যায়, সারা দেশে স্থায়ী-অস্থায়ী ৪০ হাজার কেন্দ্র আছে। এসব কেন্দ্রের স্বাস্থ্য সহকারীরা গত প্রায় ৪০ বছর ধরে ১৬তম গ্রেডে চাকরি করে আসছেন। তাই আন্দোলনকারীদের দাবি, নিয়োগবিধি সংশোধন করে ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২, ও ১৩তম গ্রেডে উন্নীত করা। 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর