শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পাল্টে যেতে পারে মেয়র পদে ভোটের হিসাব

সীতাকুন্ড পৌর নির্বাচন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভার নির্বাচনে অস্বস্তিতে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মেয়র পদে একক প্রার্থী থাকলেও ওয়ার্ডে ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের একাধিক নেতা। বিভিন্ন ওয়ার্ডে সর্বোচ্চ ৯ আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের দ্বন্দ্বের কারণে পাল্টে যেতে পারে আওয়ামী লীগের মেয়র পদের ভোটের হিসাব। এ ক্ষেত্রে তুলনামূলকভাবে স্বস্তিতে রয়েছে বিএনপি। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেওয়ার কোনো সিদ্ধান্ত আসেনি। তবে স্থানীয় নেতারা যদি দলীয় সমর্থন নিয়ে কোনো সিদ্ধান্ত দেয় তাতে সমর্থন থাকবে।’ জানা যায়, সীতাকুন্ড পৌর এলাকায় শক্তিশালী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। সংখ্যালঘু অধ্যুষিত পৌর এলাকায় বার বার নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। সর্বশেষ পৌর নির্বাচনে মেয়র হিসেবে বিজয়ী হন পৌর আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম। এবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল মুনছুরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়র পদে ভোটের হিসাব পাল্টে যেতে পারে কাউন্সিলর পদে আওয়ামী লীগ নেতাদের প্রার্থিতার  ছড়াছড়ির কারণে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদিউল আলম বলেন, ‘প্রতি ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় নেতারা।’ তার পরও একাধিক প্রার্থীর প্রভাব পড়বে না নির্বাচনে। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল মুনছর বলেন, ‘বিদ্রোহী প্রার্থী নিয়ে চিন্তা করছি না। যদি সকাল ১১টা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিজয় সুনিশ্চিত।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর