খুলনা মহানগরী ও জেলায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি সুরক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পর এ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়। জানা যায়, খুলনা মহানগরীতে ১৭টি ও জেলার ৯টি উপজেলায় ১২টি ভাস্কর্য, মুর্যাল ও প্রতিকৃতি সুরক্ষায় পোশাকধারী, সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কুষ্টিয়ার ওই ঘটনার পর খুলনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা বজায় থাকবে।’
জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রেস ক্লাব, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, জেলা পরিষদসহ নগরীর ১৭টি স্থানে এবং ৯টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কয়রা, দাকোপ ও রূপসায় তিনটি ভাস্কর্য নিয়ে আরও ১২টি স্থানে জাতির জনকের ভাস্কর্য, মুর্যাল প্রতিকৃতি সুরক্ষায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।