ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইসলামবিরোধী চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত। একটি মহল সরকার ও ইসলামপন্থিদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমসহ কেন্দ্রীয় নেতারা। সভায় পীর চরমোনাই দেশের শীর্ষ ওলামায়ে কিরামের বিরুদ্ধে গালিগালাজসহ উসকানিমূলক বক্তব্য বন্ধের দাবি জানান। আজ সংবাদ সম্মেলন : উদ্ভূত পরিস্থিতিতে পীর চরমোনাই আজ দুপুর ১২টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।