শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় এখনো অনেক চ্যালেঞ্জ

কালের কণ্ঠ, ইউকে এইড ও সাইটসেভার্সের গোলটেবিল

নিজস্ব প্রতিবেদক

কালের কণ্ঠ, ইউকে এইড ও সাইডসেভার্সের আয়োজনে গতকাল ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য স্বাস্থ্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান সারা দেশে কমিউনিটি ক্লিনিক ও সরকারি বিভিন্ন স্তরের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং জাতীয় টিকাদান কার্যক্রমের মাধ্যমে বিনামূল্যে টিকা দেওয়ার মাধ্যমে দেশ ইতিমধ্যেই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে বা ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া কিছু এলাকায় পাইলট আকারে হেলথ স্কিমের মাধ্যমেও ইউনিভার্সেল হেলথ কাভারেজ কার্যক্রম সরাসরি চলছে। পর্যায়ক্রমে তা সারা দেশে চালুর পরিকল্পনা রয়েছে। যদিও এখনো দেশে সর্বজনিন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে চ্যালেঞ্জ রয়ে গেছে। গোলটেবিল বৈঠকে সঞ্চালনায় কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, চিকিৎসার পেছনে খরচ যোগাতে গিয়ে প্রতিবছর দেশের দরিদ্র জনগোষ্ঠী আরও দরিদ্র হয়ে পড়ছে। অনেকেই আবার খরচের ভয়ে ঠিকমতো প্রয়োজনীয় চিকিৎসাটুকুও করাতে পারছেন না। সরকার এক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেও তা আরও গতিশীল করা দরকার। গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন স্বাস্থ্য অধিদফতরের চক্ষুসেবার লাইন ডিরেক্টর ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃত রেজিনা রোজারিও ও সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দা আসমা রাশিদা, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ড. মুনীর আহম্মেদ,  জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক জাহিদুল হাসান, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের কান্ট্রি অপারেশনাল কোর্ডিনেটর  মাজেদুল হক, সাইটসেভার্সের অ্যাডভোকেসি ম্যানেজার অয়ন দেবনাথ, ভুক্তভোগী ফেরদৌসি আক্তার এবং হারুন অর রশিদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর