বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মেজর জেনারেল আকবর হোসেন প্রথম কর্নেল কমান্ড্যান্ট

নিজস্ব প্রতিবেদক

মেজর জেনারেল আকবর হোসেন প্রথম কর্নেল কমান্ড্যান্ট

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আকবর হোসেন সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের (আরভিঅ্যান্ডএফসি) ‘প্রথম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সাভার     সেনানিবাসের আরভিঅ্যান্ডএফ ডিপোতে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আকবর হোসেন সোমবার অনুষ্ঠানস্থলে পৌঁছালে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে আরভিঅ্যান্ডএফসি’র সিনিয়র অধিনায়ক এবং সিনিয়র সুবেদার মেজর প্রথম কর্নেল কমান্ড্যান্ট’-কে আরভিঅ্যান্ডএফ কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’-এর র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন উপস্থিত ছিলেন। আরভিঅ্যান্ডএফ কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট এর অভিষেক হওয়ায় উক্ত কোরের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর