শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকার ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে : নূর

নিজস্ব প্রতিবেদক

সরকার ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে : নূর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকার আজ কারও কথা শুনতে চায় না। তারা ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় তিনি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। মানববন্ধনে আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আরিফুল ইসলাম আদীব, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নুরুল হক আরও বলেন, মুক্তিযুদ্ধের নামধারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিজয়ের মাসে শ্রমিক, শিক্ষকদের ওপর হামলা হয়েছে। এটা আমাদের ৪৯ বছরের স্বাধীনতার জন্য লজ্জাজনক ঘটনা। যখনই কেউ তাদের  যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি সরকারের কাছে জানাতে রাজপথে আসে তখনই সরকার ভাবে-এই বুঝি তাদের গদি নড়বড়ে হলো। তারা দমন পীড়ন করে মানুষের কণ্ঠকে দমন করতে চায়। সবাই ঐক্যবদ্ধ হলে এই স্বৈরশাসন আর টিকতে পারবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর