শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

পালানো চার শিশু উদ্ধার, একজনের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আট শিশুর মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন বরিশাল আদালতে আত্মসমর্পণ করেছে। চারজনকে কেন্দ্রের কর্মকর্তারা শিশুদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া চার শিশু হলো যশোরের হৃদয়, ফারদিন দুর্জয়, খুলনার রোহান গাজী ও নড়াইলের মুন্না গাজী। শিশুদের অভিভাবক ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় হৃদয়, ফারদিন দুর্জয়, রোহান গাজী ও মুন্না গাজীকে উদ্ধার করে কেন্দ্রে ফেরত আনা হয়। এ ছাড়া গোপালগঞ্জের শাহ আলম নামে আরেক শিশুকে শিগগিরই ফিরিয়ে আনা সম্ভব হবে। অন্যদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে বরিশালের আদালতে আত্মসমর্পণ করা শিশু মাইনুর রহমান সাকিবকে ফের যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বরিশাল শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ তার জামিন আবেদন না মঞ্জুর করেন।

 ফের তাকে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন।

হত্যা মামলায় অভিযুক্ত শিশু অপরাধী সাকিব মেট্রোপলিটনের কাউনিয়া থানার শায়েস্তাবাদের আট হাজার মুন্সি বাড়ির মৃত মোস্তফা মুন্সির ছেলে এবং নগরীর পুরানপাড়া এলাকার কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর