বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বাধীনতাবিরোধীদের নতুন ষড়যন্ত্র : আমু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপতৎপরতা স্বাধীনতাবিরোধীদের নতুন ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। মহান বিজয়  দিবস উপলক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলের পক্ষ থেকে গতকাল এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান আমির হোসেন আমু। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা দেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে চেয়েছিল সেই খুনি চক্র, তাদের দোসর, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি ফের নতুন ষড়যন্ত্রের জাল বিস্তারে মাঠে নেমেছে। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।  আমু বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু যখন আজ স্বপ্ন নয়, বাস্তবতায় দৃশ্যমান, কর্ণফুলী টানেল, পাতাল রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।

নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক আশ্রয়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশসমূহের পাশে দাঁড়াতে ধনী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানোসহ সাহসী, মানবিক ও দূরদর্শী নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারা বিশ্বে প্রশংসিত তখনই স্বাধীনতাবিরোধীদের দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র। বঙ্গবন্ধুর প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান আমির হোসেন আমু।

শুভেচ্ছা বার্তায় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে তাঁর পরিবারের শহীদ সদস্যদের, শহীদ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী  জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে যারা বেইমানি করে এই দেশে স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, বাঙালি জাতি তাদের কোনো দিন ক্ষমা করবে না।

সর্বশেষ খবর