শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আইডিইবিতে শাস্ত্রীয় নাচ

সাংস্কৃতিক প্রতিবেদক

আইডিইবিতে শাস্ত্রীয় নাচ

শাস্ত্রীয় নাচের শুদ্ধতায় রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে নেমে আসে ধ্রুপদী আমেজ। ছন্দে ও মুদ্রার শুদ্ধতায় মিলনায়তনটি অনন্য করে তুললেন শিল্পীরা। শাস্ত্রীয় নৃত্যের আবেশ ছড়িয়ে দিয়ে পৌষের শীতের হিমেল সন্ধ্যাটিতেও বইছিল উষ্ণতার প্রবাহ। নৃত্যের শৈল্পিকতায় মঞ্চ থেকে শিল্পী শুদ্ধতার ¯িœগ্ধতায় সিক্ত করলেন মিলনায়তনে উপস্থিত নৃত্যানুরাগীদের। আর নৃত্যরসিকরাও করতালিতে উচ্ছ্বসিত করলেন নৃত্যশিল্পীদের। গতকাল এমনই দৃশ্য ছিল কত্থক নৃত্য উৎসবের উদ্বোধনী সন্ধ্যায়।  গতকাল সন্ধ্যায় আইডিইবি মিলনায়তনে বসে ‘কত্থক নৃত্য উৎসব’ শিরোনামের এই শাস্ত্রীয় নাচের আসর। শুরুতেই প্রভুবন্দনা করেন আয়োজক সংস্থার প্রধান নৃত্যশিল্পী ও শিক্ষক সাজু আহমেদ। এরপর সাজু আহমেদ, প্রিয়াংকা, সুপর্ণা, ভাসানিয়া, ইমাম, পূর্ণ শ্রুতি, মালিহা ও আলিফ দলীয়ভাবে পরিবেশন করেন ‘ছন্দে বাসর’ শিরোনামের নাচ। কৃষ্ণবন্দনায় অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলেন মুনমুন আহমেদ। পুরিয়া ধনশ্রী রাগে ‘বন্দিশ’ নাচ পরিবেশন করেন বৈশাখী মজুমদার। ঝাপতাল নিয়ে মঞ্চে আসেন আদৃতা আনোয়ার প্রকৃতি। ঠুমরির নান্দনিকতায় নিজের মুনশিয়ানা তুলে ধরেন মনিরা পারভীন হ্যাপী। নজরুলসংগীতের ওপর ‘গুরুবন্দনা’ পরিবেশন করেন পার্থ দাস। সবশেষে সাজু আহমেদ, সুপর্ণা, প্রিয়াংকা, আনি ভাসানিয়া, পূর্ণ, ইমাম, শ্রুতিদের অংশগ্রহণে ‘মালকোষে তারানা’র ধ্রুপদীর মধ্য দিয়ে শেষ হয় কত্থক নৃত্য উৎসবের প্রথম দিন। এতে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের অধ্যাপক বেলায়েত হোসেন খান, বুলবুল ললিতকলা একাডেমি অব ফাইন আর্টসের সম্পাদক মো. ফজলুর রহমান ও সৃষ্টি কালচারাল সেন্টারের পরিচালক ভরতনাট্টম শিল্পী আনিসুল ইসলাম হিরু।

বিটিভির ৫৬ বছরে পদার্পণ আজ : আজ ২৫ ডিসেম্বর ৫৬ বছরে পদার্পণ করছে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ১৯৬৪ সালের আজকের এই দিনে পাকিস্তান টেলিভিশন নামে চালু হয়েছিল প্রতিষ্ঠানটি। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশন নাম নিয়ে পথচলা শুরু করে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি। আর ১৯৮০ সালে সাদা-কালোর অধ্যায় শেষ করে রঙিন অধ্যায় শুরু করে বিটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্যই জানালেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর