সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

স্থূল তরুণ করোনা রোগীদের বিপদ দেখছেন গবেষকরা

জামশেদ আলম রনি

সাধারণত পরিসংখ্যানে দেখা গেছে, ৬০ বছরের কম বয়সীদের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুহার কম। কিন্তু তরুণদের প্রতিরোধমূলক ব্যবস্থা স্থূলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো? গবেষকরা যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাসোসিয়েশনের হৃদরোগ নিবন্ধনের তালিকা ব্যবহার করে বিভিন্ন বয়সীদের ক্ষেত্রে স্থূলতার প্রভাব যাচাই করতে মৃত্যুহার, যান্ত্রিক ভেন্টিলেশন (বায়ু চলাচল) রসিদ অথবা উভয়ই পরীক্ষা করে দেখেছেন। বিএমআই এবং মৃত্যু কিংবা যান্ত্রিক ভেন্টিলেশন ৫০ অথবা কম বয়সী ব্যবহারকারী ব্যক্তিদের ক্ষেত্রে খুব শক্তিশালীভাবে দেখা গেছে। তৃতীয় শ্রেণির স্থূলতা ৫০ বা কম বয়সীদের হাসপাতালে মৃত্যুর ঝুঁকি বাড়ায়, কিন্তু ৫০ বছরের বেশি ব্যক্তিদের ক্ষেত্রে নয়। স্থূল মৃত্যুহার ৩.৩ শতাংশ (প্রথম শ্রেণি), ৫ শতাংশ (দ্বিতীয় শ্রেণি) এবং ৮.৩ শতাংশ (তৃতীয় শ্রেণি)। ৫০ বছর কিংবা তার           চেয়ে কম বয়সীদের ক্ষেত্রে এই ফলাফল পাওয়া গেছে। এই গবেষণায় এটাই নিশ্চিত হওয়া গেছে যে, স্থূলতা হাসপাতালে ভর্তি, ভেন্টিলেশন ব্যবহার এবং করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। এই প্রথমবারের মতো করোনাভাইরাসের ফলাফলের ওপর স্থূলতার বিরূপ প্রভাব ৫০ বছরের কম বয়সীদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে (বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি বাড়ার চেয়ে)। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন কোমর্বিডিটি (এক ব্যক্তির একাধিক অন্যান্য রোগের উপসর্গ) যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, যত্ন নিতে বিলম্ব, মেদ জমাট ইত্যাদি। এই ফলাফলগুলো কেবল কম বয়সী স্থূল রোগীদের ক্ষেত্রেই নয়, উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রেও টিকা বরাদ্দের ক্ষেত্রে নির্দেশনা হিসেবে ব্যবহার করা উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর