মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সূচকের উত্থানেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

মূল্যসূচক ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের বড় উত্থানের ধারা অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও লেনদেন কিছুটা কমেছে। আগের দিনের দেড় হাজার কোটি টাকার লেনদেন ১৩ কোটি টাকায় নেমেছে। অন্য শেয়াররবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। সেই সঙ্গে ডিএসইর প্রধান মূল্যসূচক ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থায় উঠে এসেছে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫৩৪৪ পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচকের এ উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪২টির এবং ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক বেড়েছে ৪৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৪৭ কোটি ১১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৩২টি শেয়ার দাম বেড়েছে।

 বিপরীতে কমেছে ১১৭টির এবং ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর