মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

লন্ডন থেকে আসা যাত্রীরা হোম কোয়ারেন্টাইনে

করোনার ফি কমলো বিদেশগামীদের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যজুড়ে। এ কারণে যুক্তরাজ্য থেকে কেউ বাংলাদেশে এলে তার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। তবে গতকাল লন্ডন থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না পাঠিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরআগে দুপুরে ১৬৭ যাত্রী নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইট সিলেট ওসমানী অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ১৪৪ যাত্রীকে সিলেটে নামিয়ে দিয়ে ২৩ জনকে নিয়ে ঢাকার উদ্দেশে ছাড়ে ফ্লাইটটি। বিমানের সিলেট অফিস সূত্র জানায়, লন্ডন থেকে আসা সব যাত্রী বিমানবন্দরের হেলথ ডেস্কে করোনার নেগেটিভ সনদ জমা দেয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না পাঠিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরীক্ষার ফি কমল : বিদেশগামী কর্মীরা এখন থেকে ৩০০ টাকায় করোনা পরীক্ষা করতে পারবেন। গতকাল বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি ৩০০ টাকা পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। তবে শুধু সরকারি প্রতিষ্ঠানে বিএমইটি প্রদত্ত স্মার্টকার্ড বাহকরা এই সুবিধা পাবেন। স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী বিদেশগামী কর্মীদের জন্য করোনা নমুনা পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে। এর আগে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী  ইমরান আহমদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর