মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

তরুণের হাত ধরেই বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে

-ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর চিন্তাধারার ধারক ও বাহক। তিনিও বঙ্গবন্ধুর মতো করে এ দেশটাকে নিয়ে ভাবেন। তিনি বলেন, বঙ্গবন্ধু অনেক স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন করেছেন। তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করলে দেশ শুধু উন্নতই হবে না বরং পৃথিবীতে উদাহরণ হয়ে উঠবে। তরুণের হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের খনিজ সম্পদ : বঙ্গবন্ধুর অবদান ও ভাবনা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর