মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পলিথিন কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে পলিথিনের ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৬ লাখ ২০ হাজার টাকার পলিথিনের ব্যাগ জব্দ করা হয়।   র‌্যাব-২ এর সহযোগিতায় রবিবার কামরাঙ্গীচরের রুনা প্লাস্টিক নামের একটি পলিথিনের শপিংব্যাগ তৈরির ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। গতকাল দুপুরে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, রুনা প্লাস্টিক ফ্যাক্টরি সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিনের শপিংব্যাগ উৎপাদন, আমদানি এবং বাজারজাত করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর