রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাবেক স্বামীর হাতে খুন হন সুপ্তি মল্লিক!

আদালতে আসামির স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীতে গৃহবধূ সুপ্তি মল্লিককে হত্যার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাতে ঢাকার নিশ্চিন্তপুর থেকে জাকিরকে গ্রেফতার করা হয়। পরে খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গ্রেফতার জাকির লক্ষ্মীপুর রামগতি উপজেলার চর আফজাল গ্রামের বাহার উদ্দিনের ছেলে। পিবিআইর পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, ঘটনার রাতে সুপ্তির বাসা থেকে এক যুবককে বের হতে দেখেন প্রতিবেশীরা। তাই তদন্তে ওই যুবককে লক্ষ্য করে তদন্ত শুরু করেন। প্রযুক্তির ব্যবহার করে জাকিরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সুপ্তির দুটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। পিবিআইর জিজ্ঞাসাবাদে জাকির জানায়, সুপ্তির সঙ্গে জাকিরের প্রেমের সম্পর্ক ছিল। মাঝে তারা গোপনে বিয়েও করেন। কিছুদিন পর সুপ্তি তাকে তালাক দিয়ে বাসু দেবকে বিয়ে করেন। বিয়ের পর ফের তাদের মধ্যে গোপন যোগাযোগ শুরু হয়। ঘটনার রাতে জাকির দেখা করতে এলে দুজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। প্রসঙ্গত, গত ৪ নভেম্বর নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়ার ফ্ল্যাট থেকে সুপ্তির লাশ উদ্ধার করে পুলিশ।

 এ ঘটনায় তার বাবা সাধন মল্লিক সুপ্তির স্বামী বাসুদেব চৌধুরী ও ভাশুর অনুপম চৌধুরীকে আসামি করে মামলা করেন। পুলিশ তাদের গ্রেফতার করে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর