শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনের আদলে নিউজ পোর্টাল বানিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পাঠকসমাজকে বিভ্রান্ত করতে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের আদলে একটি নিউজ পোর্টাল বানিয়ে প্রতারণা করছে অসাধু চক্র। চক্রটি অস্তিত্বহীন বাংলাদেশ প্রতিদিন২৪.কম নামের ভুয়া নিউজ পোর্টাল বানিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)-এর কাছে ও সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ প্রতিদিন২৪.কম’ নামে নিউজ ওয়েব পোর্টাল কে বা কারা বানিয়ে আল আমিন সুপার মার্কেট, সাতমাথা, বগুড়া ঠিকানা ব্যবহার করছেন। অথচ বগুড়ায় আল আমিন সুপার মার্কেট নামে কোনো স্থাপনার অস্তিত্বই নেই। তবে বগুড়া শহরের নবাববাড়ী সড়কে আল আমিন কমপ্লেক্স নামে একটি স্থাপনা রয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আতাউর রহমান ‘বাংলাদেশ প্রতিদিন২৪.কম’ নামে কোনো অফিস বা প্রতিষ্ঠান তাদের ভবনে নেই বলে জানিয়েছেন। এ ছাড়া নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে মো. সাদমান আদি সাবাব এবং বার্তাপ্রধান রাইমা সাবরিনের নাম ও মোবাইল নম্বর হিসেবে ০১৫৭১৪০৪৪৫৯ ব্যবহার করা হচ্ছে। তাদের খুঁজে পাওয়া যায়নি এবং ফোনও কেউ রিসিভ করেনি।

সরকারি নীতিমালা অনুযায়ী বর্তমানে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। খোঁজ নিয়ে এ-জাতীয় প্রতিষ্ঠানের নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি। মূলত বাংলাদেশ প্রতিদিনের সুনাম ক্ষুণœ করতেই বাংলাদেশ প্রতিদিন২৪.কম বানিয়ে অসাধু চক্র পাঠকদের সঙ্গে প্রতারণা করছে। এতে পাঠক যেমন বঞ্চিত হচ্ছেন, তেমন অসাধু চক্রটি সুবিধা আদায়ের চেষ্টায় লিপ্ত রয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর