অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় ‘লামিয়া সুপার মশার কয়েল’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। গতকাল মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালান বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটি লাইসেন্স গ্রহণ ছাড়াই লামিয়া সুপার, লামিয়া তুলসীপাতা, লামিয়া গোল্ড, লামিয়া জাম্বো, লামিয়া এমিয়া কিং নামে কয়েল উৎপাদন করত।