শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ক্যান্সার চিকিৎসায় দক্ষ জনবল জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে হবে

কালের কণ্ঠ-বীকন ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক

ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ক্যান্সার প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা। দ্রুততম সময়ে রোগ চিহ্নিত করা গেলে মুক্তি পাওয়া সম্ভব। এ জন্য সচেতনতার পাশাপাশি রোগ চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ সারা দেশে তৈরি করতে হবে। একই সঙ্গে তৈরি করতে হবে প্রশিক্ষিত জনবল, তাদেরকে জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। এই অভিমত ব্যক্ত করেছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে কালের কণ্ঠ ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে ‘করোনাকালীন ক্যান্সার চিকিৎসা’ শীর্ষক ওয়েবিনারে তারা এই অভিমত ব্যক্ত করেন। গতকাল বিকাল ৩টায় এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। কালের কণ্ঠের ফেসবুক পেইজ থেকে তা সরাসরি সম্প্রচার করা হয়। আলোচকরা বলেন, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ওষুধের সহজলভ্যতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওষুধের দাম বেশি হওয়ার কারণে অবৈধ পথে বিদেশ থেকে ওষুধ চলে আসছে। কিন্তু এই ওষুধের সঠিকতা সম্পর্কে কোনো ধারণা কেউ দিতে পারছে না। এখন দেশেই তৈরি হচ্ছে ক্যান্সারের বিশ্বমানের ওষুধ। আলোচনায় সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন সংসদ সদস্য ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম। অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অনকোলজি ক্লাব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল হাই ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকি।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. মোয়াররফ হোসেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন, স্কয়ার হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ল্যাব এইড ক্যান্সার হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. এহেতশামুল হক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর