মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

প্রতিবন্ধীদের জন্য বাজেট বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিতের দাবি

কালের কণ্ঠের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন। তাদের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। করুণা নয়, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩-এর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক জীবন-মানের উন্নয়নের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি ও বাজেট প্রণয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এসব অভিমত উঠে এসেছে কালের কণ্ঠ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক বাজেট : বর্তমান প্রেক্ষিত ও সুপারিশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায়। গতকাল বিকাল ৩টায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কালের কণ্ঠের অনলাইন ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠের ডিপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ। আরও বক্তৃতা করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালক হামিদুল হক, সুইড বাংলাদেশের সভাপতি জহিরুল ইসলাম মামুন, সাইটসেভার্স ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও।

সর্বশেষ খবর