বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে খুলনায় ১৯ হাজার ২০০ বার কোরআন খতম ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জুম ওয়েবিনারের মাধ্যমে আজ বিকাল ৫টায় খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে একই সঙ্গে মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিসহ ৫ লক্ষাধিক মানুষ শরিক হবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী এই আয়োজন করেছে খুলনা জেলা প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বৃহৎ পরিসরে মোনাজাতের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম সাল ১৯২০ সংখ্যাকে গুরুত্ব দিয়ে ১৯ হাজার ২০০ বার কোরআন খতম, স্বাস্থ্যবিধি মেনে স্কুলে শিশু সমাবেশ ও মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা স্টেডিয়ামে মূল অনুষ্ঠানস্থলে ৬ হাজার ৬৬৬ জন আলেম, সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধি আসরের নামাজ শেষে মোনাজাতে অংশ নেবেন।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ১০ জানুয়ারি খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ১৯২০ জন আলেমকে জেলা স্টেডিয়ামে সমবেত করে মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া ওই বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ২ হাজার ৭৫ বার কোরআন খতম করা হয়।