সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই ফল ঘোষণা করা হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ফলাফলে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৪৬:৫৪। লিখিত ১০০ নম্বরের মধ্যে প্রথম স্থান অধিকার করা ভর্তিচ্ছু মিশোরী মুনমুন ৮৭ দশমিক ২৫ নম্বর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে স্থান পেয়েছেন। ভর্তিচ্ছুদের মধ্যে মোট পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী। এরা সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিবেচিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল http://dghs.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রথমবর্ষে ভর্তিযোগ্য আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এছাড়া ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি। ফল প্রকাশের অনুষ্ঠানে ব্রিফিং করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (মেডিকেল এডুকেশন) ডা. এ কে এম আহসান হাবিবসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২ এপ্রিল সারা দেশের ১৯ কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর