মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অর্থ সংকটে ১২টি হাইফ্লো নেজাল ক্যানোলা বন্ধ

করোনা চিকিৎসা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে অর্থ সংকটে ১২টি হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিন অকেজো হয়ে পড়েছে। এসব মেশিন দিয়ে করোনা রোগীদের প্রয়োজনীয় মুহূর্তে লিকুইড অক্সিজেন সরবরাহ করা হতো। চিকিৎসকরা জানিয়েছেন, অক্সিজেন সরবরাহকৃত পাইপের ত্রুটিসহ বিভিন্ন সমস্যায় দুই মাস ধরে এসব মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। হাইওেফ্লা নেজাল করোনা না থাকায় রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ছে। অনেকে বেশি অর্থ ব্যয় করে বাইরে থেকে সংগ্রহের ব্যবস্থা করছেন। তবে হতদরিদ্ররা থেকে যাচ্ছে প্রয়োজনীয় চিকিৎসার বাইরে। জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে লিকুইড অক্সিজেন প্লান্ট না থাকায় বেসরকারি ব্যবস্থাপনায় ২১টি হাইফ্লো নেজাল ক্যানোলা মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়া হয়। এর বাইরে সরকারিভাবে আরও চারটি নেজাল ক্যানোলা হাসপাতালকে দেওয়া হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জিল্লুর রহমান জানান, ছোটখাটো ত্রুটিতে এসব মেশিনের মধ্যে ১২টির কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এর মধ্যে মাত্র ৩-৪ হাজার টাকার অক্সিজেন সরবরাহকৃত পাইপ না থাকার জন্যও কোনো মেশিন বন্ধ হয়ে গেছে। এতে মুমূর্ষু রোগীদের লিকুইড অক্সিজেন সরবরাহে ভোগান্তি পোহাতে হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ জানান, সরকারি বরাদ্দ না থাকায় এ পরিস্থিতির তৈরি হয়েছে। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে সংগনিরোধক ব্যয় খাতে ৭০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। কিন্তু বরাদ্দকৃত অর্থ হাসপাতালের অনুকূলে সমন্বয় কোডে উল্লেখ না করায় ওই টাকা উত্তোলন করা যায়নি। বরাদ্দকৃত টাকা হাতে পেলে অকেজো মেশিনগুলো মেরামত করা হবে।

সর্বশেষ খবর