রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে

নিজস্ব প্রতিবেদক

হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আইনানুগভাবে হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে। এ থেকে তারা কোনোভাবেই ছাড় পাবে না। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা জাতীয় সংগীত মানে না, জাতীয় সংগীত গায় না, জাতীয় পতাকা ওড়ায় না তারাই সরকারি অফিস-আদালত পুড়িয়ে ধ্বংস করেছে। এ সি ল্যান্ড অফিসের দলিলপত্র পুড়িয়ে দিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ধ্বংস করেছে। ১৯৭১ সালে পাকিস্তানিরা যা করেছে, তারা সে অনুকরণেই ২৬ থেকে ২৮ মার্চ সে তাণ্ডব চালিয়েছে।

মন্ত্রী বলেন, সেসব সন্ত্রাসীকে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। তাদের বিচারের সম্মুখীন হতে হবে। তারা কোনোভাবেই ছাড় পাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর