শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শ্রমিক সংকটে খেতেই ধান ঝরে পড়ার আশঙ্কা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

শ্রমিক সংকটে খেতেই ধান ঝরে পড়ার আশঙ্কা

পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তীর্ণ মাঠজুড়েই এখন বোরো ধানের খেত। চারদিকে পাকা ধানের ম ম গন্ধে একাকার। বাতাসে দোল খাচ্ছে সোনালি ধানের শীষ। তবে দেশে মহামারী করোনার কারণে ধান কাটা শ্রমিক সংকট  দেখা দিয়েছে। তাই স্বপ্নের কাক্সিক্ষত পাকা ধান প্রখর রোদে খেতেই ঝরে পড়ার শঙ্কায় রয়েছে কৃষক। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ উপজেলায় পাঁচটি ধান কাটা মেশিন বরাদ্দ পেয়েছি। যেসব স্থানে ধান কাটার শ্রমিক সংকট দেখা দেবে, সেখানে ধান কাটা মেশিন দিয়ে কৃষকদের সহযোগিতা করা হবে। কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর বোরো চাষের জন্য আবহাওয়া মোটেও অনুকূলে ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বৃষ্টির দেখা মেলেনি। কৃষকদের মৌসুমজুড়ে পুকুর, খাল আর বিলের পানির ওপর নির্ভর করতে হয়েছে। এরপর প্রচ- দাবদাহ। এর ফলে কিছু কিছু জায়গার বোরো খেতে চিটা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া খেতের ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় কৃষক পরিবারগুলো দুশ্চিন্তায় পড়েছে। উপজেলায় প্রায় ৬ হাজার কৃষক ৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর