সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তীব্র দাবদাহে পুড়ছে দেশ

৭ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

হালকা থেকে তীব্র দাবদাহে পুড়ছে দেশ। থার্মোমিটারের পারদ চড়তে চড়তে সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের পর এটাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আট বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে হালকা তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, ৩০ এপ্রিলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ময়মনসিংহ, রংপুর, সিলেট কুমিল্লা অঞ্চল দিয়ে শুরু হয়ে বৃষ্টিপাত ঢাকা, খুলনা ও বরিশাল অঞ্চলে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, বৃষ্টিহীন বৈশাখে সবচেয়ে গরম দিন ছিল গতকাল। ২০১৪ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এই দিনে। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। একই বছর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রাও ৪০ ডিগ্রিতে উঠেছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে রেকর্ড ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর