বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউন কার্যকরে সেনা মোতায়েন চেয়ে লিগ্যাল নোটিস

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে চলমান ‘কঠোর’ লকডাউন কার্যকর এবং করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন চেয়ে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে গতকাল এই নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু। নোটিসে তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন করতে বলা হয়েছে। না হলে হাই কোর্টে রিট করা হবে। এতে আরও বলা হয়, করোনা মহামারীর হাত থেকে দেশের মানুষের জীবন রক্ষায় সম্প্রতি সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তিন সপ্তাহ ধরে দেশে লকডাউন চলমান রয়েছে। নোটিসে বলা হয়েছে, আমরা গণমাধ্যমে দেখতে পাই, শহরগুলোতে যথাযথভাবে লকডাউন পালিত হচ্ছে না এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আরোপিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে প্রতিপালন না করার প্রবণতা মানুষের চলাফেরায় পরিলক্ষিত হচ্ছে। ফলে দেশে কার্যত লকডাউন কার্যকর হচ্ছে না।

যার কারণে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার অপেক্ষাকৃত কমছে না।

সর্বশেষ খবর