বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

গবেষণার ওপর জোর দিতে হবে

-প্রফেসর ড. লুৎফুল হাসান

গবেষণার ওপর জোর দিতে হবে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা সংকটের বিষয়টি তীব্রভাবে অনুভূত হয়েছে। তাই বিশেষ বিবেচনায় এবারের বাজেটে গবেষণা খাতে জোর দিতে হবে। বিজ্ঞানসম্মত যে লেখাপড়া এবং বিজ্ঞানের ওপর ভিত্তি করেই এমন দুর্যোগ মোকাবিলা করতে হবে। এখন তা আরও স্পষ্ট। দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের যে শিক্ষাব্যবস্থা, এ ব্যবস্থাকে আরও বেগবান ও শানিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর