বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

নারী উদ্যোক্তাদের জন্য চাই স্বতন্ত্র নীতিমালা

-তানিয়া সুলতানা

নারী উদ্যোক্তাদের জন্য চাই স্বতন্ত্র নীতিমালা

আসছে বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য স্বতন্ত্র নীতিমালা তৈরি করার দাবি জানিয়েছেন ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও ‘বিরাজবৌ’য়ের স্বত্বাধিকারী তানিয়া সুলতানা। তিনি মনে করেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে একজন নারী শুধু চাকরির বাজারে নয়, জাতীয় অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে করোনায় অনেক বড় ধাক্কা এসেছে নারী উদ্যোক্তাদের জন্য। তিনি বলেন, ‘দ্বিতীয় ও তৃতীয় শিল্পবিপ্লবের ভিত্তির ওপর শুরু হওয়া ডিজিটাল বিপ্লব বা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে সবকিছুর পরিবর্তন হচ্ছে গাণিতিক হারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর