বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

উৎকণ্ঠায় দুই শতাধিক নেপালি ও ভারতীয় এমবিবিএস শিক্ষার্থী

নজরুল মৃধা, রংপুর

করোনার কারণে স্বজনদের জন্য উদ্বিগ্ন রংপুরে অধ্যয়নরত ২ শতাধিক নেপালি ও ভারতীয় এমবিবিএস শিক্ষার্থী। করোনার জন্য তারা দেশে যেতে না পারলেও প্রতিদিনই বাড়ির খোঁজখবর নিচ্ছেন। জানা গছে, রংপুর মেডিকেল কলেজ ছাড়াও চারটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫ শতাধিক বিদেশি শিক্ষার্থী এমবিবিএস ও ডেন্টাল কলেজে অধ্যয়ন করছেন। এর মধ্যে ভারতীয় কম হলেও ৯৫ শতাংশই নেপালের। গত বছর মার্চে করোনার প্রকোপ শুরু হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর মধ্যে অনেক শিক্ষার্থী দেশে চলে গেলেও এখনো ২ শতাধিক শিক্ষার্থী রংপুরেই রয়ে গেছেন। এর অধিকাংশই নেপালের। তার অনেকেই ইন্টার্নশিপ করছেন অথবা শেষ বর্ষের শিক্ষার্থী হওয়ায় ইচ্ছা থাকলেও দেশে যেতে পারছেন না। সম্প্রতি ভারতের পাশাপাশি নেপালেও করোনা সংক্রমণের হার অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ফলে রংপুরে থাকা শিক্ষার্থীরা তাদের পরিবার-পরিজন নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকছেন। প্রতিদিনই মোবাইল ফোনে পরিবারের খোঁজখবর নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর