বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে নাগরিক সমাবেশে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ইসরায়েলকে যারা অস্ত্র ও অর্থ দিয়ে এবং কূটনৈতিকভাবে সহযোগিতা করছে তারাও সমান অপরাধী। তিনি বলেন, ’৭২-এর সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সরকার সার্বিকভাবে সমর্থন করবে। বঙ্গবন্ধুর ঘোষিত সেই মানবিক বৈদেশিক নীতি অনুসারেই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ডা. জাফরুল্লাহ গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা ও ফিলিস্তিনের জনগণের অধিকারের প্রতি সংহতি প্রকাশ’ করার জন্য আয়োজিত এক নাগরিক সমাবেশে বক্তৃতা করছিলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে যে কোনোভাবে একটা চিঠি পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যই শেষ কথা হতে পারে না। বরং সরকারের উচিত অসহায় ফিলিস্তিনিদের এই বেঁচে থাকার আন্দোলনে অর্থ দিয়ে, সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করার ব্যাপারে ঘোষণা দেওয়া।

সর্বশেষ খবর