বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা
ভিজিডি কার্ডের ভাগাভাগি

গৌরনদীতে ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামে ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। দুস্থ মহিলাদের খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিডি) কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সকালে তাকে পিটিয়ে আহত করার পর রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রামিন মৃধা (২১) ওই গ্রামের সান্টু মৃধার ছেলে।  এ ঘটনায় গতকাল সকালে নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে চাচা শ্বশুর মন্টু মৃধা ও তার স্ত্রী এবং তিন ছেলেকে আসামি করে একটি মামলা করেন। দুপুরে পুলিশ আসামি মন্টুর ছেলে তোফাজ্জলকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, দুই সহোদর সান্টু ও মন্টু স্থানীয় মেম্বারের কাছে ভিজিডির কার্ড চায়। মেম্বার সান্টুর স্ত্রী রওশন আরা বেগমের নামে একটি কার্ড দিয়ে তা ভাগাভাগি করে নিতে বলে। ওই কার্ড দিয়ে মন্টু চাল উত্তোলন করে। মঙ্গলবার সকালে মন্টুর ঘরে গিয়ে রামিন ও তার পরিবারের সদস্যরা চালের ভাগ চাইলে বাদানুবাদ হয়। এক পর্যায়ে মন্টু কাঠ দিয়ে রামিনের মাথায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে ঢাকায় নেওয়ার পথে রামিন মারা যায়। এ ঘটনার বিচারের দাবিতে গতকাল সকালে বিক্ষোভ করে এলাকাবাসী।

সর্বশেষ খবর