শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

চুরির পর রং পাল্টে কম দামে বিক্রি হতো সিএনজিচালিত অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে চুরি করা ১৪টি সিএনজি উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে র‌্যাব-৪ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, মাজার রোডের একটি অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির দোকানের পেছনের গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ১৩ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে সিএনজি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা ঢাকা ও মানিকগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে সিএনজি চুরি করে রং পাল্টে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে কম দামে বিক্রি করতেন। তারা সংঘবদ্ধ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের সঙ্গেও জড়িত। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মাহবুব আলম, নুরনবী শেখ, বাশার, বেলাল হোসেন, আল আমিন, বাদল, বেল্লাল হোসেন মন্ডল, শাওন, কাজী আশরাফ উদ্দিন, সোহরাব, আজাহার, অন্তর মালাকার ও নুর সায়েদ ওরফে রুবেল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর