শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

১৫ জুন থেকে অনলাইনে শাবির সেমিস্টার ফাইনাল পরীক্ষা

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

করোনা সংকটের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া প্রথম ধাপের পরীক্ষাগুলো আগামী ১৫ জুন অনলাইনে শুরু হবে। এছাড়া  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষাও অনলাইনে দ্বিতীয় ধাপে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। অনলাইন পরীক্ষার পদ্ধতি নিয়ে উপাচার্য বলেন, আমরা অনলাইন পরীক্ষা দুই ধাপে নিব। প্রথম ধাপে একটি ৭০ নম্বরের কোর্সের ক্রিয়েটিভ অ্যাসেসমেন্ট হিসেবে শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী নির্দিষ্ট অনলাইন প্লাটফরমে প্রশ্নপত্র দেওয়া হবে যার মান হবে ৩০ নম্বর।

 প্রশ্ন দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে উত্তরপত্রের ছবি একই অনলাইন প্লাটফর্মে শিক্ষার্থীরা আপলোড করবে। দ্বিতীয় ধাপে সেই কোর্সের উপর অনলাইনে ভাইভা নেওয়া হবে। সেক্ষেত্রে ভাইভার মান থাকবে ৪০ নম্বর।  উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকে শুরু হওয়া অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ২২ ফেব্রুয়ারি স্থগিত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর