শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন প্রি পোর্ট কলসী দিঘির পাড় এলাকায় বসত ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে হাজী ইমাম সাহেব কলোনির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. রায়েল (৩০), তার স্ত্রী নাজু (২৮), ভাই মো. শিপন (৩০), মেয়ে লামিয়া (৩) ও ছেলে জিহাদ (৬)। আহতদের বুধবার রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, আগুনে দগ্ধ পাঁচ জনকে হাসপাতালে আনা হয়।

তারা বর্তমানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, বুধবার রাতে ভর্তি হওয়া আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে দুই শিশুর শরীরের ১০ থেকে ১৫ শতাংশ এবং অন্য তিনজনের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। এ তিনজনের অবস্থা কিছুটা গুরুতর। তাদের বার্নের পরিমাণ বেশি এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর